দিনাজপুর জেলার নবাবগঞ্জে জাতীয় উদ্যানের ভিতরে আশুড়ার বিলে নির্মাণ করা ক্রস ড্যামের বাঁধে নির্মাণের বছর পার না হতেই ভাঙন ধরেছে। পানি সংরক্ষনের জন্য ক্রসড্যামটি নির্মাণ করা হলেও ক্রসড্যামের পূর্বপাশ দিয়ে নতুন করে ক্যানেলের সৃষ্টি হয়েছে এবং ওই ক্যানেল দিয়েই বর্তমানে পানি প্রবাহিত হচ্ছে। অপর দিকে ক্রসড্যামের উভয় পার্শ্বে যে বাঁধ দেয়া হয়েছিল তাতে ভাঙন ধরেছে। ক্রসড্যামের নিকট একটি সাইন বোর্ডে লেখা থেকে জানা যায় ২০১৮-১৯ অর্থ বছরে বৃহত্তর বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় সাবমারর্জড ওয়্যার(ক্রসড্যাম)টি নির্মাণ কাজের বাস্তবায়ন করেন নির্বাহী প্রকৌশলী বি এ ডি সি দিনাজপুর। চুক্তি মূল্য লেখা রয়েছে ১৮ লাখ ৬৪ হাজার টাকা।