মোল্লাহাটে রাতের অন্ধকারে চুপিসারে বাড়িতে প্রবেশ কারাী যুবকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করে কেবল পরিবারের সম্মান রক্ষার্থে উল্টো ফুফাতো ভাইকে হত্যাচেস্টাসহ কান কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে মামাতো ভাইদের বিরুদ্ধে। উপজেলার গাংনী গ্রামে গত বুধবার রাত ১০টার দিকে বর্বরোচিত এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত সাগর (৩০)’কে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গোপালগঞ্জ সদর হাসাপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক। ক্রমবনতির কারণে সেখান থেকে ওই রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভিকটিমের নিকটাতœীয়রা জানায়-বুধবার রাতে সাগর ও তার মা সুখজান একসাথে গাংনী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় তাদের বাড়ি সংলগ্ন মামাতো ভাই বাচ্চুর বাড়িতে চুপিসারে লোকের উপস্থিতি বুঝতে পারে এবং পরিচয় জানতে চায়। তখন পরিচয় না দিয়ে দৌড়ে পালাতে চেস্টা করায় চোর চোর বলে ধাওয়া করে সাগর। এ সময় প্রতিবেশীসহ কয়েক জনে ধরে ফেলে (পালাতে চেস্টারত) একই গ্রামের দেলোয়ার (দিলিপ) নামের ওই যুবককে। পরে তাকে বাচ্চুদের বাড়িতে নেয়া হয়। তখন বাচ্চু বলে ওঠে ওই যুবক তার ঘরে আসে নাই এবং কেন তাকে ধরা হলো এ কথা বলে ফুফাতো ভাই সাগরের ওপর চড়াও হয়। তখন অবস্থা বেগতিক বুঝে ওই বাড়ি থেকে বের হয়ে নিজের বাড়িতে আসার চেস্টা করে। ওই সময় মামাতো ভাই লাভলু, খোকন ও বাচ্চু হত্যার উদ্দেশ্যে একযোগে এলোপাথাড়ী লাঠিপেটা করে সাগরকে। এ সময় সাগরের ডান কান কেটে দেয় হামলাকারীরা। একপর্যায়ে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সংবাদ লেখাপর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলেিলা।
হামলাকারী পক্ষে বাচ্চুর স্ত্রী মিতা জানান-ওই যুবক তাদের বাড়ি আসছিলো কিন্তু তারা স্বামী-স্ত্রী এক সাথে ঘরে আছে বুঝতে পেরে বিরক্ত না করতে নিঃশব্দে চলে যাচ্ছিলো। এমতাবস্থায় তাকে চোর বলে ধাওয়া করে ধরে আনে এবং আমার ঘরে আসছিলো বলে অপবাদ দেয়। তখন ক্ষুব্ধ হয়ে তাকে মারপিট করা হয়। মিতা আরো বলেন-এর আগেও আরেক ছেলের সম্পর্কে আমাকে অপবাদ দেয় সাগর।