বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ঘোড়াঘাট উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় রাণীগঞ্জ কেন্দ্রীয় দূর্গা মন্দির প্রাঙ্গনে ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঘোড়াঘাট উপজেলা শাখা আহ্বায়ক মনোরঞ্জন মোহন্ত ভুট্টুর সভাপতিত্বে ও রিপন চন্দ্র সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান আবদুর রাফে খন্দকার সাহানশা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম বিপিএম, ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, ঘোড়াঘাট থানা কর্মকর্তা ইনচার্জ আমিরুল ইসলাম, সিংড়া ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মন্ডল, সাংবাদিক জিল্লুর রহমান, সাংবাদিক শহিদুল ইসলাম আকাশ। অন্যান্যের মধ্যে তাপস কুন্ড, মার্থিয়াস মার্ডী, কার্তিক চন্দ্র সরকার, পূর্ণ চন্দ্র রায় বক্তব্য রাখেন। আলোচনার উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি সুনিল চক্রবর্তী, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রতন সিং।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কন্ঠ ভোটে মনোরঞ্জন মোহন্ত ভুট্টুকে সভাপতি, রিপন সরকারকে সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ জগদিশ চন্দ্র রায়কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঘোড়াঘাট উপজেলা শাখার ৩ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে।