টঙ্গীর মিলগেট এলাকায় বৃহস্পতিবার ভোরে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১৫টি ঝুটের গুদাম পুড়ে ছাঁই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মী মাসুদ রানা ও এরশাদ মিয়া আহত হয়েছেন।
এলাকাবাসি জানায়, ভোর ৫টার দিকে মিলগেট এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণের মাধ্যমে প্রথমে নুপুর এন্টারপ্রাইজ নামক ঝুটের গুদামে আগুনের সূত্রপাত। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ১৫টি গুদামে রক্ষিত ঝুট, কাপড় ও আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৪টি ও উত্তরা ফায়ার সার্ভিসের ৩টিসহ ৭ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রনে কাজ করার সময় টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মী মাসুদ রানা ও এরশাদ মিয়া আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সর্বস্ব হারিয়ে গুদাম মালিকগণ কান্নাকাটি করতে দেখা গেছে।
এব্যাপারে গুদামের মালিক জামাল মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ভোরে হঠাৎ ট্রান্সফর্মার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। প্রথমে আমার গুদামে আগুন লাগলে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেই। গুদামসহ প্রায় লাখ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। এখন আমি কোথায় যাব, উপায় খুঁজে পাচ্ছি না।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, ভোর ৫টায় দিকে টঙ্গীর মিল গেটে ঝুটের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দু‘ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।