বৃহস্পতিবার সকাল আটটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ফুলতলা এলাকায় বিপরীত দিক হতে আসা বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে বাবলুর রহমান (৪৮) নামের ভাড়ায় চালিত মটর সাইকেলের চালক নিহত হয়েছে।
সে শ্যামনগর উপজেলা সদরের হায়বাদপুর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। এ সময় দুর্ঘটনার শিকার মটর সাইকেলের অপর দুই আরোহী উপজেলার বল্লভপুর গ্রামের পতিরাম মন্ডলের স্ত্রী মিনতী রানী এবং ছেলে সন্দীপ মন্ডলকে আশংকাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া দুর্ঘটনা কবলিত বাসের চার/পাঁচ জন যাত্রীকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পুলিশ দুর্ঘটনার শিকার দুমড়ে-মুচড়ে যাওযা মটর সাইকেলসহ বিআরটিসি বাসটি উদ্ধার করেছে। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায় বলে জানায় স্থানীয়রা।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী রিয়াজ হোসেন এবং বুলবুলসহ অন্যরা জানায় প্রতিদিনের মত সকাল আটটার দিকে বিআরটিসি পরিবহনের যাত্রীবাহি বাসটি সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। মুন্সিগঞ্জ কলেজ সংলগ্ন ফুলতলা পৌঁছালে বিপরীত দিক হতে আসা মটর সাইকেলটিকে অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রন হারালে বাসটির সামনের চাকায় চালকসহ মটর সাইকেলটি আটকে যায়। এ সময় মটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত এবং দুই আরোহী মারাত্বকভাবে আহত হলেও রাস্তার পাশের গাছের সাথে ধাক্কায় লাগায় বাসের প্রায় চল্লিশ জনেরও অধিক যাত্রী প্রাণে বেঁচে যায়।
এবিষয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ আনিছুর রহমান জানান, ঘটনাস্থলে চালকের মৃত্যু হলেও মটর সাইকেল আরোহী মা ও ছেলেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরায় স্থানান্তরের কথা তিনি জেনেছেন।
এদিকে দুর্ঘটনার বিষয়ে শ্যামনগর থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ নাজমুল হুদা জানিয়েছেন দুর্ঘটনা কবলিত বাস এবং বাস উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায় সড়কের সংস্কার চলমান থাকায় ওই অংশে রাস্তার এক পাশ খুঁড়ে রাখা হয়েছে। যার ফলে উভয় দিক হতে চলাচলকারী সব ধরনের যানবাহন অপক্ষোকৃত ভাল অংশ দিয়ে চলাচলের চেষ্টা করায় সম্প্রতি ওই অংশে দুর্ঘটনার পরিমান বেড়ে গেছে।