রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা পুলিশ ৩২ নং ওয়ার্ডের তালুক ধর্মদাস, তামপাট মৌজাস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিএস এর সামনে পাঁকা রাস্তার উপর হতে ৫০ গ্রাম গাঁজাসহ আসামি মোঃ হাসমত আলী (৩২) পিতা-মোঃ ওয়াহেদ আলী, সাং-পশ্চিম বেজগ্রাম, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট-কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের থানাসমূহ বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানায় কোতোয়ালি থানায়-৪ জন, তাজহাট থানায়-২ জন, মাহিগঞ্জ থানায়-১ জন, হারাগাছ থানায়-৩ জন, পরশুরাম থানায়-২ জন এবং হাজিরহাট থানায়-২ জনসহ মোট-১৪ জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক মোটরযান আইনের আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ই-ট্রাফিকিং ব্যবস্থায় ২৬৪ টি মামলা ও ৭৮,৫০০/- টাকা জরিমানা আদায় করা হয়।