নওগাঁর ধামইরহাটে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ধামইরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে ১টি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা শহীদ মিনার পাদদেশে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী বক্তব্য রাখেন। জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম সরদার, সমবায় কর্মকর্তা হারুনুর রশীদ, ওয়ার্ল্ড প্রতিনিধি আনোয়ার পারভেজ, ব্র্যাক ওয়াশের কর্মকর্তা মোসা. হাবিবা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন শিক্ষার্থীদের হাত ধোয়ার ৬টি পদ্ধতি শেখানো হয় এবং কেজি স্কুলের শিক্ষার্থীবৃন্দ এতে অংশগ্রহণ করেন।