সফরকারী শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের সাথে চারদিনের টেস্ট ম্যাচ খেলতে বরিশালে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ দল এবং বিকেলে শ্রীলঙ্কা দলের খেলোয়াড়রা বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে নেট প্রাকটিসের মাধ্যমে তাদের অনুশীলন শুরু করেছেন।
সূত্রমতে, আমাগী ২৬ অক্টোবর শ্রীলঙ্কা ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের চারদিনের ম্যাচ শুরু হবে। ১৯৬৬ সালে প্রায় ৩০ একর আয়তনের বরিশাল স্টেডিয়াম প্রতিষ্ঠার পর ৫৩ বছরে এই প্রথম কোনো বিদেশী দল প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে বরিশালে এসেছেন। এতে খুশি বরিশালের ক্রিকেট প্রেমী উদীয়মান ক্রিকেটাররা। এনিয়ে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো আয়োজনের বিষয়টি মিডিয়ার সামনে তুলে ধরেছেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও চৌকস জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
তিনি (জেলা প্রশাসক) বলেন, আমরা খেলার মাঠে এমন কিছুই করব না যাতে করে বরিশাল শহীদ আবদুর সেরনিয়াবাত স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেট টুর্ণামেন্ট থেকে পিছিয়ে পরে যায়। আমাদের স্টেডিয়াম আন্তর্জাতিক মানের হওয়ার কারনেই আইসিসি এখানে খেলার অনুমতি দিয়েছে। সামনে এই মাঠে খেলাধুলা বৃদ্ধি করার জন্য যতটুকু ঘাটতি রয়েছে সেগুলো জেলা আওয়ামী লীগের সভাপতি মন্ত্রী আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি সম্পূর্ণ পুরন করে দেয়ার আশ্বাস দেয়ার কারনেই জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমনকি এবারের খেলার মাঠ প্রস্তুতসহ মাঠের সকল পর্যায়ের কাজে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। অন্যদিকে বরিশাল স্টেডিয়ামে আন্তর্জাতিক যুব অনুর্ধ্ব শ্রীলঙ্কা ও বাংলাদেশের ম্যাচটি সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। চার দিনব্যাপী ম্যাচের খেলা চলাকালীন সময়ে ড্রেসিং রুমসহ মাঠের চারদিকের সার্বিক নিরাপত্তা প্রদান, হোটেল থেকে মাঠে যাওয়া-আসা এবং খেলোয়াড়দের চলাফেরা ও পুনরায় ফিরে যাওয়ার জন্য বিমান বন্দর পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ইতোমধ্যে টুর্ণামেন্ট উপলক্ষে দুইটি ড্রেসিং রুম, আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালদের রুম সংস্কার এবং এসি স্থাপনসহ আউট ফিল্ড ও পিচ খেলা উপযোগী করা হয়েছে। এ ছাড়া খেলা চলাকালীন সময়ে সার্বক্ষনিকভাবে বিদ্যুৎ সরবরাহ, একটি এ্যাম্বুলেন্স, শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি ভিআইপি কেবিন রিজার্ভ রাখার পাশাপশি মাঠে একটি মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের একটি টিম উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
আগামী ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চারদিনের ক্রিকেট ম্যাচ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ ও শ্রীলঙ্কার অনুর্ধ্ব ১৯ দলের আন্তর্জাতিক চারদিনের ক্রিকেট ম্যাচের খেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আরও বলেন, বরিশাল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্দেশনায় ও বরিশাল জেলা প্রশাসনের সহযোগিতায় এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক (অতিরিক্ত জেলা প্রশাসক) মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আলমগীর খান আলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কো-অডিনেটর শামীম কালাম আজাদ ও ক্রিকেট বোর্ডের নিরাপত্তা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান।
সূত্রমতে, বরিশাল স্টেডিয়ামটি নির্মিত হওয়ার ৫৩ বছর পর প্রথমবারের মত শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কীর্তনখোলা নদীর তীরে নগরীর চাঁদমারী এলাকায় ১৯৬৬ সালে ২৯ দশমিক ২৫ একর জমিতে স্টেডিয়াম নির্মিত হলেও যা পরবর্তীতে শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম নামে পরিচিতি লাভ করে। পরবর্তী সময় ২০০৬ সালে ২৩ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন করা হলেও এতোদিন এই মাঠে ঘরোয়া ম্যাচই অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে স্টেডিয়ামে তিনটি আন্তর্জাতিকমানের ক্রিকেট পিচ, ৩০ হাজারের ওপর দর্শক ধারণক্ষমতা সম্পন্ন গ্যালারি, ড্রেসিং রুম ও ম্যাচ অফিসিয়াল রুম, ভিআইপি গ্যালারি, পাঁচতলা প্যাভিলিয়ন, তিনতলা প্রেসবক্স ও ফ্লাড লাইট সবই রয়েছে। শুধু ছিলোনা কোন আন্তর্জাতিকমানের খেলা।
সংশ্লিষ্ট সূত্রমতে, বুধবার বিকেলে বরিশাল বিমানবন্দরে এসে পৌঁছায় শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। একইদিন সকালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বরিশাল বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় একাধিক সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। র্যাব-পুলিশের বেস্টনির কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ দলের খেলোয়াড়দের নগরীর হোটেল স্যাডেনা ইন্টারন্যাশনালে ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে পাঁচ তাঁরকা মানের হোটেল গ্রান্ড পার্কে নিয়ে যাওয়া হয়।
আগামী ২৬ অক্টোবর বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের চারদিনের টেস্ট ম্যাচ শুরু হবে। ফলে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ দলের খেলোয়াড়রা ও বিকেলে শ্রীলঙ্কা দলের খেলোয়াড়রা স্টেডিয়ামে নেট প্রাকটিসের মাধ্যমে তাদের অনুশীলন শুরু করেছেন।