গরীব মেয়েদের বিয়ে, যুবকদের বিদেশ যাত্রা, চিকিৎসা, দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়া, কিংবা চাকুরীতে যোগদানের সময় সর্বাত্মক সহযোগিতা করেন। স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা এবং সামাজিক সংগঠনেও আর্থিক অনুদান দিয়ে তৃপ্তিবোধ করেন। মানুষের সাথে ব্যবহারেও অহংকার নেই। প্রচার বিমূখ। নিজ দলীয় নেতা-কর্মীদের ভালবাসেন। মানুষের কল্যাণে ভাল ভাল কাজ করতে চান। ব্যস্ত থাকার পরেও সময় দেন বেশ। মানুষের বিপদে ছুটে যাওয়া যেন তাঁর এক ধরণের নেশা। হ্যাঁ, এমন ধরণের জনপ্রিয় ব্যক্তিটি হচ্ছেন নাজমুল হক নাজিম। যিনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীগের যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবেই অনেকের কাছে খুব পরিচিত। তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক এবং কোম্পানীগঞ্জের কবি জসীম উদ্দীন উচ্চবিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্বেও আছেন। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রামে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত। অনেকটা মিষ্টি ভাষার অধিকারী নাজমুল হক নাজিম। কোম্পানীগঞ্জের অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোম্পানীগঞ্জে একজন সফল রাজনীতিবিদ হিসেবে নাজিম খ্যাতি পেয়েছেন। রাজনীতির অর্থ মানুষকে ভালবাসা-এটার উদাহরণও তিনিই সৃষ্টি করেছেন। কারণ; তাঁর মধ্যে লোভ-হিংসা নেই।
কোম্পানীগঞ্জের সাধারণ মানুষের কাছে অতি প্রিয় এই নাজমুল হক নাজিম গত দুই যুগ ধরে সামাজিক বিভিন্ন কর্মকা- চালিয়ে যাচ্ছেন। ফলে তিনি স্বীকৃতি স্বরূপ বেশকিছু সম্মাননা পদকও পেয়েছেন। এলাকাভিত্তিক মানুষকে সহযোগিতা করেন তিনি। ঢাকায় প্রতিষ্ঠিত এবং স্বনামধন্য প্রথম সারির ব্যবসায়ীদের একজন নাজমুল হক নাজিম জীবনে কারও ক্ষতি করেননি। বরং মানুষকে ভালবেসে নিজের ব্যবসার কষ্টের টাকা ব্যয় করেন মানুষের জন্য। মাদক, যৌতুক ও বাল্য বিয়ে প্রতিরোধে তিনি কাজ করছেন। ফলে তাঁর সুখ্যাতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মানুষের যে কোন সমস্যা হলে কোম্পানীগঞ্জে নিজ এলাকায় তিনি ছুটে যান। দলীয় নানাবিধ কর্মকা-ে তিনি স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করছেন।
কোম্পানীগঞ্জের স্থানীয় এলাকাবাসী জানায়, উপজেলার বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও কেন্দ্রীয় এবং নোয়াখালী জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে নাজমুল হক নাজিমের সু-সম্পর্ক রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতকে শক্তিশালী করার জন্য তিনি মাঠে কাজ করছেন। নোয়াখালীসহ সারা দেশে ব্যাপক উন্নয়নের জন্য তাদের এই দু’জনকে ধন্যবাদ জানান। নিজের সততা, কঠোর পরিশ্রম এবং মনোবল থাকলে যে কোন বাধাকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া যায়; এমনটাই বিশ্বাস করেন তিনি। শুধুমাত্র মানুষকে ভালবেসে আরো এগিয়ে যেতে চান তিনি। আবার বর্তমান সরকারের কয়েকজন মন্ত্রী এবং এমপির সাথে তাঁর সু-সম্পর্কের কথা এলাকার অনেকেই জানেন। উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের তৃণমুল পর্যায়ের বেশিরভাগ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাকে পছন্দ করেন। কারণ; তাদের সুখে-দুখে তিনি সার্বক্ষণিক খবর রাখছেন।
কবি জসীম উদ্দীন উচ্চবিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব¡ গ্রহণের পর থেকেই বিদ্যালয়ের থেমে যাওয়া উন্নয়ন কাজগুলো আবারও পুরো দমে শুরু হয়। ওই স্কুলের শিক্ষার সুষ্ঠু পরিবেশসহ এসএসসিতে পাশের হার প্রতি বছরেই বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীরা খেলাধুলার সুন্দর পরিবেশ পেয়েছে। এতে অভিভাবকরাও খুশি। নাজমুল হক নাজিমের মতে, পরের দুঃখ নিয়ে যারা চিন্তা করেন; তখন তাদের নিজেদের দুঃখ বলে কিছু থাকেনা। তিনি অতীতে সাধারণ মানুষের যেভাবে পাশে ছিলেন, সামনেও থাকবেন। সারা দেশে চলমান দুর্নীতি বিরোধী অভিযানকে তিনি স্বাগত জানিয়েছেন। তিনি মনে করেন যারা সন্ত্রাস এবং দুর্নীতি করে তারা কখনো জনগণের বন্ধু হতে পারেনা। তিনি সন্ত্রাস ও দুর্নীতিকে বরাবরেই ঘৃণা করেন। এজন্য মানুষও তাকে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে খুব ভালবাসেন। মানুষের কল্যাণে আরো বেশি ভাল কাজ করার জন্য দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।