পঞ্চগড়ের বোদা সরকারি মডেল স্কুল এ- মাঠে বৃহস্পতিবার কানামাছি ভৌঁ ভৌঁ, সুন্দর হাতের লেখা, অঙ্ক দৌড়, দেয়াল পত্রিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইকো-স্যোশাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে প্রতিযোগিতায় উপজেলার ১০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৬০ জন শির্ক্ষাথী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-(ইএসডিও)’র পঞ্চগড় জোনের দেবীগঞ্জ এরিয়া ম্যানেজার আবু বক্কর ছিদ্দিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন (ইএসডিও)’র প্রোগ্রাম কর্মকর্তা মোঃ মামুন মাসুদ করিম। এ সময় উপস্থিত ছিলেন ওই ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগণ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নতুন প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলা ও সাহিত্য সাংস্কৃতিক চর্চার আওতায় আনতে হবে। বে-সরকারী উন্নয়ন সংস্থা ইএসডিও’র এসব কর্মসূচি সমাজে ইতিবাচক ভুমিক রাখছে।