দেবহাটায় বাংলাদেশের দক্ষিন অঞ্চলীয় ভোলা জেলার বোরহানউদ্দীন উপজেলার সদরের একটি ফেসবুক ম্যাসেঞ্জারে পোষ্টের ঘটনা নিয়ে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা হল রুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ মোহাম্মদ তিতুমীর, দেবহাটা থানার সেকেন্ড কর্মকর্তা এসআই নয়ন চৌধুরি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হাই রকেট, সমাজ সেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, সামাজিক বনায়ন কর্মকর্তা আমজাদ হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আবদুর রব লিটু, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম বাপ্পা, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আবদুল সাত্তার প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগন এবং সুধীজন উপস্থিত ছিলেন।