দক্ষিণ চট্টগ্রামে বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের তোড়জোড় চলছে। এই নিয়ে তৃণমুলে মাঠে কাজ করছেন নেতারা। এক সপ্তাহের মধ্যে দক্ষিণ চট্টগ্রামের উপজেলা ও পৌরসভাগুলোতে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করার কথা রয়েছে। একই সঙ্গে ওই আহ্বায়ক কমিটি পরবর্তী এক মাসের মধ্যে ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলনেরও আয়োজন করবে। এর আগে বিলুপ্ত করা হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাভুক্ত সকল উপজেলা এবং পৌরসভার সাংগঠনিক কমিটিগুলো। এ প্রসঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান সাংবাদিকদের বলেন, গত ২১অক্টোবর নবগঠিত আহ্বায়ক কমিটির জরুরি সভায় সকল উপজেলা ও পৌরসভার কমিটি ভেঙে দিয়েছি। এখন আহ্বায়ক কমিটি করার প্রক্রিয়া চলছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন ৮টি উপজেলা, ৫টি পৌরসভা রয়েছে। এগুলো হচ্ছে বাঁশখালী উপজেলা ও পৌরসভা, চন্দনাইশ উপজেলা ও পৌরসভা, লোহাগড়া উপজেলা, বোয়ালখালী উপজেলা ও পৌরসভা, পটিয়া উপজেলা ও পৌরসভা, সাতকানিয়া উপজেলা ও পৌরসভা এবং আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা। এই আহ্বায়ক কমিটি এবং পুর্ণাঙ্গ কমিটিতে এবার ত্যাগী নেতাকর্মীরা স্থান পাবেন বলে দলের অনেকেই আশাবাদী।
বর্তমানে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলী আব্বাছ, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এড. কবীর চৌধুরী, অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, ইদ্রিস মিয়া চেয়ারম্যান, ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, মোশারফ হোসেন, শহিদুল আলম বুলবুল, এম এ রহিম, নূরুল আনোয়ার, এড. ফোরকান, আবদুল গাফফার চৌধুরী, বদরুল খায়ের চৌধুরী, আসহাব উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন ও কমিশনার নিলুফা ইয়াসমিন আহ্বায়ক কমিটি করার জন্য মাঠে কাজ করছেন। এরইমধ্যে কয়েকটি বৈঠকও করেছেন।