দেবহাটা কলেজের ২ জন সহকারী অধ্যাপক ও ওই কলেজের ১ অফিস সহায়ককে লাঞ্চিত করায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন দেবহাটা কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক মির্জা মূহসীন আলী। অভিযোগ মতে জানা গেছে, দেবহাটা সদরের মৃত আজগার আলীর ছেলে আলী মোর্ত্তজা মোঃ আনোয়ারুল হক (৫৫), একই গ্রামের আবদুর রহিমের ছেলে শাহিন ওরফে খুর শাহিন (৩২) ও কোড়া গ্রামের মৃত সিদ্দিক মোল্লার ছেলে সেলিম মোল্লা (৩৬) গত ২৩/১০/১৯ তারিখ দুপুর ১২ টার দিকে উপজেলা সদরের একটি চায়ের দোকানের সামনে তাকে আক্রমণ করে মারপিট করে। এ সময় একই কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী ও অফিস সহায়ক রামকৃঞ্চ বিশ^াস মন্টু তাকে আক্রমণ থেকে ঠেকাতে আসলে বিবাদীরা তাদেরকেও মারপিট করে। অভিযোগে তিনি আরো উল্লেখ করেছেন, ২নং বিবাদী শাহিন ২০১৩ সালে একাধিক নাশকতার মামলার আসামী। বাদী মির্জা মূহসীন জানান, আনোয়ারুল হক কলেজের সভাপতি থাকাকালীন কলেজের ২৫ লক্ষ আত্মসাৎ করেছেন। তার এই লুটপাটের প্রতিবাদ করলে আনোয়ারুল হক কলেজের অধ্যক্ষ আনিসুজ্জামান কালামকেও কিছুদিন পূর্বে উপজেলা সদরে লাঞ্চিত করেন। এ বিষয়ে অধ্যক্ষ দেবহাটা থানায় অভিযোগ দিয়েছিলেন। আনোয়ারুল হকের এইসব কাজের প্রতিবাদ করায় সন্ত্রাসী দিয়ে তাকে লাঞ্চিত করেছে। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, ওই বিষয়ে অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।