বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ-কদমতলা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে নারী-শিশুসহ চারজনকে কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষ। এ ছাড়া ঘর-বাড়ি ভাংচুর ও মালামাল লুটেরও অভিযোগ উঠেছে। যখম চারজনকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায় বেশ কয়েক বছর ধরে ওই এলাকার নিজাম বয়াতীদের সাথে প্রতিবেশী আবদুর রশিদ খান এর ছেলেদের জমি নিয়ে বিরোধ চলছিল। নিজাম বয়াতীর ভাইয়ের ছেলে খলিল অভিযোগ করেন, বুধবার সকাল নয়টার দিকে রশিদের ছেলে মনির, আবদুর রহমান ও অ্যাডভোকেট খায়রুলের নেতৃত্বে প্রায় ১৫-২০জন সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে নিজাম বয়াতীর ছেলে হেলালের বাড়িতে আক্রমণ করে। এ সময় তারা ঘর-বাড়ি ভাঙচুর ও লুটপাট চালায়। বাঁধা দিতে আসলে হেলাল (৩০) ও তার স্ত্রী মনিরা (২২), মা তাসলিমা (৪৫) ও পারুল (৪০) নামের হেলালের এক আত্মীয়কে কুপিয়ে যখম করে। প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে গুরুতর যখম পারুল ও হেলালকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রশিদের ছেলে অ্যাডভোকেট মো: খাইরুল জানান, ওই ঘটনার সাথে আমরা জড়িত না। তবে এলাকার মানুষের কাছে মারামারির ঘটনা শুনে বরগুনা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নিয়ে আসছি। ওনারা কিভাবে আহত হয়েছে এমন প্রশ্নের জবাবে মো: খাইরুল বলেন, এ বিষয়ে আমি অবগত না।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির হোসেন মোহাম্মাদ বলেন, ঘটনাস্থল থেকে ভিক্টিমদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনার জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।