আমতলী বাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে বরগুনা ১ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ সম্ভু ও আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম সরোয়ার ফোরকানের একান্ত চেষ্ঠায় বাংলাদেশ পল্লীবিদ্যুাতায়ন বোর্ড ঢাকা প্রধান কার্যালয় বৃহস্পতিবার বোর্ডের সভায় আমতলীতে সাবযোনাল অফিস অনুমোদন করেছেন। যোনাল অফিসের কার্যক্রম শুরু হলে কয়েক হাজার গ্রাহকের ভোগান্তি আর থাকবে না। গ্রাহকদের আমতলীর প্রত্যান্ত অঞ্চলথেকে প্রায় ৫০ কিলোমিটার পথ অতিক্রম করে বিদ্যুত সংক্রান্ত ছোটখাটো কাজে পটুয়াখালী যেতে হবেনা। সাবযোনাল অফিসের দাবীতে উপজেলা নাগরিক ফোরাম,আমতলী প্রেসক্লাব, বিদ্যুত মন্ত্র নালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, পল্লীবিদ্যুতায়নের বোর্ডের চেয়ারম্যান বরাবরে স্মারক লিপি দেওয়া হয়েছিল। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পিভিএ ও এ দাবী দেশের উধ্বর্তন কর্মকর্তাদের কাছে ছড়িয়ে দিয়ে ছিল। বর্তমানে আমতলী উপজেলায় ৩৫ হাজার ২শ২৮ জন গ্রাহক রয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত শতভাগ বিদ্যুতের আতায় আরো ৩০ হাজার গ্রাহক এই যোনাল অফিসের মাধ্যমে সুযোগ সুবিদা পাবে। এ তথ্য নিশ্চিত করেন পল্লী বিদ্যুত সমিতির আমতলী কনিষ্ঠ প্রকৌশলী মো. জিয়া উদ্দিন তরফদার।