আমতলীতে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ায় আমতলীতে আনন্দের জোয়ার বইছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে আমতলীর চাওড়া কারিগরি ও কৃষি কলেজ,সোনাখালী স্কুল এ- কলেজ, ইউনুচ আলী খান ডিগ্রী কলেজ (বিএম) শাখা এবং ঘটখালী আমিন উদ্দিন মহিলা মাদ্রাসা (আলিম শাখা)। বুধবার রাতে এমপিওভুক্তির তালিকা ওয়েভসাইটে প্রকাশিত হলে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যরা আমতলী সদরে ভীর জমান এবং মিষ্টি বিতরণ করেন। দীর্ঘ প্রায় ৯ বছর পর সরকার বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করলেও কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ১৪ থেকে ১৫ বছর পর এমপিওভুক্তির সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করছে বলে জানান। চাওড়া কারিগরি ও কৃষি ডিপ্লোমা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মো: মহসীন দীর্ঘ ১৬ বছর পর কলেজটি এমপিওভুক্ত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সংসদ সদস্যকে ধন্যবাদ জানান। আমতলীর চাওড়া কারিগরি ও কৃষি কলেজ, এমপিওভুক্ত হওয়ায় চাওড়া, হলদিয়া, কুকুয়া, আঠারগাছিয়া, আমতলীসদর এলাকার প্রত্যন্ত এলাকার গরীব অসহায় শিক্ষার্থীরা স্বল্প খরচে পড়া শুনা করে দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারবে বলে এলাকাবাসী জানান।