পাবনার চাটমোহর উপজেলার হরিপুরে উদ্বোধন করা হয়েছে মরহুম আলী আজগর স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট। বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এই ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার। হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এএসপি সজিব শাহরীন,সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী। এ সময় স্বাধীনতা চিকিৎসক পরিষদের পাবনা জেলা সভাপতি ডাঃ মোঃ গোলজার হোসেন,আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মোজাম্মেল হক রওশন,অধ্যক্ষ আলী হায়দার সরদার প্রমূখ উপস্থিত ছিলেন। এরআগে উদ্বোধনী অনুষ্ঠানের মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করে স্কুলের শিক্ষার্থীরা।
জিন্নাহ স্মৃতি ফুটবল ক্লাব আয়োজিত ১২তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর জয় স্পোটিং ক্লাব ৩-১ গোলে টাঙ্গাইল ফুটবল একাডেমিকে পরাজিত করে। খেলায় প্রচুর দর্শকের সমাগম ঘটে।