সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন-সকলের সহযোগিতা নিয়ে গত এক বছর আমি এগিয়ে চলার চেষ্ঠা করছি। প্রথম বছরে আমি বিসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের নীতি নৈতিকতার উন্নয়নে কাজ করেছি। আর এখন থেকে নগর উন্নয়নে মনোনিবেশ করবো। এক বছর নয় পাঁচবছর পর জনগন মূল্যায়ন করবেন আমি তাদের জন্য কোন কাজ করতে পেরেছি কিনা।
দায়িত্ব গ্রহনের এক বছর পূর্তির আলোচনা সভায় মেয়র আরও বলেন, গত একবছরে আমাকে সার্বিক সহযোগিতা করার জন্য আমি সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। বছর পূর্তি অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বুধবার রাতে নগর ভবনে তাকে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ফুলেল শুভেচ্ছা প্রদান এবং বর্ষপূর্তির একটি কেক উপহার দেন। এ ছাড়া র্যাব-৮ এর পক্ষ থেকে র্যাব কর্মকর্তা ক্যাপ্টেন খালেদ মাহমুদ, মহানগর আওয়ামী লীগ, সদর উপজেলা চেয়ারম্যান, মহানগর ছাত্রলীগসহ প্রশাসনের বিভিন্নস্তরের কর্তাব্যক্তি ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা মেয়রকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এর আগে সন্ধ্যায় সিটি কর্পোরেশনের উদ্যোগে মেয়র সাদিক আব্দুল্লাহর দায়িত্ব গ্রহনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নগর ভবনে বিশেষ দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, সিটি করপোরেশন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবা দিয়ে থাকে। সার্ভিস ও সেবা এ দুটোতেই গত এক বছরে আমূল পরিবর্তন এসেছে। এখন সিটি কর্পোরেশনে সেবা নিতে আসতে কেউ ভয় পায়না। নগরবাসী তাদের জীবন মান উন্নয়নে মেয়রকে কাজে লাগাচ্ছেন। জেলা প্রশাসক আরও বলেন, মেয়রের শরীরে বঙ্গবন্ধুর রক্তের মিল আছে। মেয়রের কারনেই আজ বরিশাল নগরী একটি সুন্দর পরিচ্ছন্ন নগরী। মেয়র নিজে রাতে শহর ঘুরে বেড়ান। তার কারণে সকলের মধ্যথেকে আজ ফাঁকির প্রবনতা কমে গেছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। শেষে মেয়র সাদিক আব্দুল্লাহ ও তার বর্তমান পরিষদের সাফল্য কামনা করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।