পিরোজপুরের স্বরূপকাঠীতে(নেছারাবাদ) শুরু হয়েছে পল্লী বিদ্যুতের অনিয়মের তদন্ত। স্বরূপকাঠী পৌর মেয়র গোলাম কবিরের মৌখিক অভিযোগে পিরোজপুর পল্লী বিদ্যুতের ডিজিএম কারিগরি ইঞ্জিনিয়র জুলফিকারকে প্রধান করে ইনর্ফোসমেন্ট কো-অর্ডিনেটর হুমায়ুন কবির ও এজিএম কম মো: শহিদুল ইসলামের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বরূপকাঠী পৌর যুবলীগের সভাপতি শিশিরের বিরুদ্ধে মেয়রের করা পল্লী বিদ্যুতের নতুন সংযোগে খুটি বাণিজ্যের অভিযোগের তদন্তে নেমেছে এ কমিটি। গত মঙ্গলবার এই কমিটি সরেজমিনে পৌরসভার আকলম গ্রামে পল্লী বিদ্যুতের অনিয়ম তদন্তে গেলে স্থাণীয়দের ক্ষেভের মুখে পড়ে তদন্ত কমিটির কর্মকর্তারা। এক পর্যায় সংবাদকর্মীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তদন্ত করেন এই তিন পদস্থ কর্মকর্তা। খুটি বাণিজ্যের শিকার একাধিক গ্রাহক তদন্ত কমিটিকে জানায়, স্থাণীয় কাউন্সিলর জাহিদ নিজস্ব দালালদের মাধ্যমে পল্লী বিদ্যুতের নতুন সংযোগে গ্রাহক প্রতি ছয় হাজারের অধিক টাকা বাণিজ্য করে। ধাপে ধাপে টাকা নিতে থাকলে এলাকাবাসী দিশেহারা হয়ে যুবলীগ নেতা শিশিরের কাছে অভিযোগ করেন। একপর্যায় শিশির এ বিষয়ে হস্তক্ষেপ করলে কাউন্সিলরসহ দালালরা সটকে পড়ে এবং সহযেই তারা বিদ্যুতের নতুন সংযোগ পায়।