রংপুরের কাউনিয়া বাসষ্ট্যান্ড পান পট্রিতে অভিযান চালিয়ে ১২ জুয়ারুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, কাউনিয়া নিজপাড়া গ্রামের মৃত আলহাজ¦ সফর উদ্দিনের ছেলে হুমায়ন কবির তারা,একই গ্রামের সরদার আবদুল হাকিমের ছেলে এনামুল হক, মৃত ময়েন উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন ও তারিকুল ইসলাম, মৃত শফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম, একই গ্রামের নিরশ চন্দ্রের ছেলে নিরঞ্জন চন্দ্র, সাহবাজ গ্রামের মৃত নৈমুদ্দিনের ছেলে আবদুল গফুর, তালুক শাহবাজ গ্রামের নুরুল হকের ছেলে আতাউর রহমান শাহীন, একই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে আফাজুল ইসলাম, হরিশ্বও গ্রামের মৃত আবদুর কুদ্দুস মিয়ার ছেলে মমিনুল ইসলাম, রংপুর মহানগরীর আলমনগরের আবদুর রহমানের ছেলে আবদুর রহিম,হলদিবাড়ি গ্রামের মৃত নগেন চন্দ্র দেবনাথের ছেলে অমল চন্দ্র দেবনাথ।
বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানা পুলিশের ওসি আজিজুল ইসলাম বলেন, কাউনিয়া উপজেলার বাসষ্ট্রান্ড পানপট্রিতে হুমায়ন কবির তারার টিনের চালায় দীর্ঘদিন ধরে জুয়া খেলা চলে আসছিলো। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে খেলার সরঞ্জামাদিসহ ১২জুয়ারুকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।