রংপুর-ঢাকা মহসড়কের পীরগঞ্জ উপজেলা সীমানায় ধাপেরহাট নামক স্থানে বৃহস্পতিবার ভোর ৪ টায় এক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও অপর ৩ জন আহত হয়েছে। পুলিশ জানায়,বর্নিত স্থানে ঢাকা থেকে রংপুরগামী নৈশকোচ এনা পরিবহন ও সিরাজগঞ্জগামী গরুর ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ৪ বাসযাত্রী আহত হয়। আহতদের মধ্যে অজ্ঞাত যাত্রী(৩৫) কে আশংকাজনক অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স্রে ভর্তি করা হলে)ভোর ৫ টার দিকে সে মারা যায়। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ট্রাক আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। চালকদ্বয় পলাতক।