কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সিরাজনগর গ্রামের যুদ্ধাহত পঙ্গু বীর মুক্তিযোদ্ধা আহসান হাবিব কে হয়নানির অভিযোগ পাওয়া গেছে। বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টায় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে ঐ মুক্তিযোদ্ধার বাড়িতে।
মুক্তিযোদ্ধা আহসান হাবিব এর অভিযোগে জানাযায়, জমিজমা নিয়ে একটি পক্ষের সাথে অনেকদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত শনিবার রাত ১০টার সময় একদল চিন্থিত দুর্বৃত্ত আহসান হাবিবের বাড়ীতে হামলা চালায়। সে সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা আহসান হাবিব দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। এরপর হামলাকারী দুর্বৃত্তরা উল্টো তার বিরুদ্ধে মিথ্যা মামলা করার হুমকি দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মুক্তিযোদ্ধা আহসান হাবিব জানান, সরকারী ৪ শতাংশ খাস জমি বরাদ্ধ পেয়ে কোনমতে বসবাস করে আসছেন। এখন সেই জমি থেকে উচ্ছেদ করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করে আসছে একটি কুচক্রী মহল।
এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, প্রতিবেশীদের সাথে মুক্তিযোদ্ধা আহসান হাবিবের জমিজমা নিয়ে একটা বিরোধ আছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।