বুধবার সকাল ৯টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কার্যালয়ের আয়োজনে ৩ দিন ব্যাপী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকপর্যায়ের শিক্ষার্থীদের বাল্য বিবাহরোধ ও মাদক নির্মুলে সচেতনতা বৃদ্ধি মুলক ক্যাম্পেইন কর্মসূচি সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদের বাস্তবায়নে,মাধ্যমিক শিক্ষা অফিসের কারিগরি সহায়তায়, উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় ২১ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এ ক্যাম্পেইন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২১ অক্টোবর হরিপাড়া হাইস্কুলে, ২২ অক্টোবর বলাহার দ্বিতীয় দ্বি-মুখী উচ্চবিদ্যালয় ও ২৩ অক্টোবর ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পেইন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ৯টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সাত্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সমাপনী ক্যাম্পেইন কর্মসূচীতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী ওয়াহিদা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন ও ঘোড়াঘাট থানার কর্মকর্তা ইনচার্জ আমিরুল ইসলাম প্রমুখ।