মুক্তিযোদ্ধা লুৎফর রহমান রাজাকারের সন্তানদের ভয়ে এবং চাঁদার চাপে নিজের জায়গায় বাড়ী নির্মাণ করতে পারছেন না বলে গত বুধবার (২২ অক্টো) জেলা প্রশাসক সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগের সূত্রে জানা যায়, দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের রানীগঞ্জ এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা (কার্ড নং-১০৪) মোঃ লুৎফর রহমান পিতা মৃত আবদুল গণি, কোতোয়ালি থানার কর্ণাই মৌজায় এসএ ৪৯২ নং খতিয়ানের ২৪২৪ নং দাগে সাড়ে ৩৬ শতক জমি ক্রয় করেন। খাজনা খারিজ ও জরিপ শেষে তিনি বাড়ি নির্মান করতে গেলে তৎকালীন কুখ্যাত রাজাকার মৃত: আবদুল লতিফ এর পুত্র খোসবুর রহমান, এলাকার সন্ত্রাসী এবং ২০১৪ সালের ৫ জানুয়ারী জাতীয় নির্বাচন চলাকালে কর্ণাই এলাকায় সংখ্যালঘুদের উপর নাশকতাকারী মালদইয়া দেউরিয়া সম্প্রদায় ব্যক্তি লিয়াকত আলী, মোঃ হযরত আলী, মোঃ আব্দুল, মনিরুল ইসলাম, একরামুল, মোঃ বিকল, মোঃ নবাব আলী, মোঃ খলিল, মোঃ আনারুল ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে ও তার সীমানা বেড়া ভেঙ্গে ফেলে। বীর মুক্তিযোদ্ধ লুৎফর রহমান অভিযোগে আরো বলেন, তাদের সহযোগিতা করছেন মৃত:দানিয়েল মন্ডলের পুত্র ফাবিয়ান মন্ডল ও তার সহযোগীরা। অভিযোগে তিনি আরো বলেন, আমি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধা হয়েও রাজাকার পুত্র দ্বারা লাঞ্ছিত হয়ে ভয়ে পালিয়ে বেড়াচ্ছি এবং বাড়ী নির্মাণ করতে পারছি না। এ ব্যাপারে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।