গত মঙ্গলবার রাতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নে ১৫ লাখ টাকা ব্যয়ে চাউলিয়া আদিবাসী গ্রামে ৩৯টি বাড়িতে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে ভোগনগর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনতাজুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শুভ উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. হাফিজুল ইসলাম।