দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ওয়ার্ল্ড পিস এ্যাওয়ার্ড ২০১৯’এ ভূষিত হওয়ায় দেবহাটা থানার সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পক্ষ থেকে ওসি বিপ্লব কুমার সাহাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনা মোতাবেক দেবহাটা থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য সার্ক কালচারাল পরিষদ প্রদপ্ত ওয়ার্ল্ড পিস এ্যাওয়ার্ড পান দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা। সার্কভুক্ত দেশ সমূহে সাংস্কৃতিক মনা জনগনের একটি অরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে সার্ক কালচারালের সভাপতি জাহাঙ্গীর আলম মল্লিক, প্রধান উপদেষ্টা বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া এবং উপদেষ্টা ভাষাসৈনিক লায়ন শামসুল হুদার উপস্থিতিতে ওসি বিপ্লব কুমার সাহাকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া ঐ সংগঠনটির একটি সনদপত্রও তাকে প্রদান করা হয়। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে দেবহাটা থানার সেকেন্ড কর্মকর্তা এসআই নয়ন চৌধুরীর নেতৃত্বে থানার সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ ওসি বিপ্লব সাহাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এ সময় এসআই হেকমত আলী, এসআই শ্যামা প্রসাদ রায়, এএসআই সুজিত বিশ^াস, এএসআই হানিফ হোসেন, এএসআই আবদুল জব্বার, এএসআই রশিদুল ইসলাম, এএসআই ফেরদৌস হোসেন, এএসআই শরিয়তউল্লাহ, এএসআই মাজেদুল ইসলাম, বকশি বশির হোসেন, পুলিশ ভ্যান চালক আবু সাঈদসহ থানার সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।