রংপুরে এ বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সুবিধা বঞ্চিত হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পৌনে আট লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিটি শিক্ষার্থীর হাতে বৃত্তির এককালীন দশ হাজার টাকা চেক তুলে দেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ এনামুল কবির। এতে আশার কেন্দ্রীয় পরিচালক হামিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহী, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহ্রিনা দিলরুবা প্রমুখ।
রংপুরের আট উপজেলা ও সিটি করপোরেশন এলাকার সুবিধা বঞ্চিত মেধাবী ৭৭ জন ছাত্রছাত্রীকে সাত লাখ ৭০ হাজার টাকার এই বৃত্তি দেয়া হয়। এছাড়াও আগত অভিভাবকদের এক হাজার টাকা সম্মানী অনুদান ও উপহার সামগ্রী দেয়া হয়। আগামীতেও আশার পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য এধরণের কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান সংস্থাটির কর্মকর্তা।