নোয়াখালী সেনবাগে মরহুম আবদুল হাকিম ভূঁইয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা বুধবার নজরপুর সরকারি প্রাথমিক ও নজরপুর টুংকু আবদুর রহমান মেমোরিয়াল উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সেনবাগের কাদরা ইউনিয়নের বিশিষ্ঠ্য সমাজসেবক মরহুম আবদুল হাকিম ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শিক্ষা বৃত্তিতে কাদরা ইউনিয়নের ১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেনে ৪৮০ জন্য শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন জানায়, দ্বিতীয় শ্রেনী থেকে ৪ম শ্রেনী পর্যন্ত প্রতি ক্লাশে ১৫জন করে এবং বিশেষ বিবেচনায আরো ১০ সর্বমোট ৭০ জন্য মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তি, সনদপত্র ও ক্রেস্ট দেওয়া হবে।
এরআগেও ওই ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্রছাত্রীদের স্কুল পোষাক,বই,খাতা, কলম, কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি( স্প্রে মেশিন, ও গ্রাম পুলিশ ( দফাদার-দোকিদারের মাঝে এ্যান্ড্রয়েট মোবাইলফোন বিতরণ করে।
বৃত্তি পরীক্ষার কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পালন করে নজর পুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেনথ সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির,সেনবাগ প্রেসক্লাবের সেক্রেটারী আবদুল আউয়াল, সহসা ধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগর।