সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে বুধবার থানা আঙ্গিনায় ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ ও সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. রাজিবুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এ থানা এলাকায় ২ লাখের বেশি জনগণের বসবাস। থানার স্বল্প সংখ্যক পুলিশ দিয়ে সব কিছু কন্ট্রোল করা সম্ভব হয় না। মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে জনগণ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, শিক্ষক, সামাজিক বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসতে হবে। রাস্তায় বিভিন্ন পয়েন্টে অনেক নেতাদের ছবি দিয়ে বিভিন্ প্রচার প্রচারনা করছে খুচরা নেতারা নিজেদের পরিচয় প্রকাশের জন্য। সেখানে বঙ্গবন্ধুর ছবি এত ছোট যে বুছাই যায় না। এমনকি প্রধারমন্ত্রীর ছবিও ছোট করে দেয়, নিজের ছবি বিরাট বড়। এরাই মাদকের সাথে বেশির ভাগ জড়িত। তাই এদেরকে আগে ঠিক করতে হবে।
থানা কর্মকর্তা ইনচার্জ মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও উপপরিদর্শক সবুর খানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, থানা পুলিশং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মতিন হাওলাদার, প্রফেসর গিয়াস উদ্দিন, ইছাপুরা সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন, শেখরনগর তদন্ত কেন্দ্র ইনচার্জ মো. সাইফুল ইসলাম সবুজ, থানা ওসি তদন্ত মো. আজিজুল হক হাওলাদার, ওসি অপারেশন কাজী রমজানুল ইসলাম প্রমুখ।