জেলার বাকেরগঞ্জ উপজেলার তুলাতলা নদীর সাহেবগঞ্জের খেয়াঘাট সংলগ্ন এলাকায় খেয়া পারাপারের সময় যাত্রীবাহী ট্রলারের সাথে ইটবোঝাই ট্রলারের সংঘর্ষে নদীতে পরে যাওয়া ছেলেকে বাঁচাতে ঝাঁপ দিয়ে নিখোঁজ বাবা জীবন চন্দ্র দাসের (২৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৩৮ ঘন্টা পর বুধবার সকাল নয়টার দিকে উপজেলার লক্ষীপাশা সংলগ্ন তুলাতলা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
থানার ওসি আবুল কালাম জানান, নদীর তীরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল থেকে নিখোঁজ জীবন চন্দ্র দাসের মরদেহটি উদ্ধার করেন। ওসি আরও জানান, গত ২১ অক্টোবর বিকেলের ওই দূর্ঘটনায় জীবন চন্দ্র দাসের ১৮ মাস বয়সের শিশু পুত্র সুর্যচন্দ্র নদীতে পরে যায়। তাকে বাঁচাতে বাবা ভোলা জেলার বাসিন্দা জীবন চন্দ্র দাস নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। এরপর স্থানীয়দের সহায়তায় থানা পুলিশ নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করলেও জীবন চন্দ্র দাস নিখোঁজ ছিলো।