বিধবা ভাতাভোগীদের কাছ থেকে ভাতার টাকা আত্মসাৎ করার ঘটনায় বুধবার দুপুরে জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য খোকন শিকদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত খোকন ওই ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের (জয়শুরকাঠী গ্রাম) সদস্য।
ভূক্তভোগী আশা রানী শীলের পুত্র পিজুস শীল জানান, ইউনিয়ন পরিষদ থেকে তার মা আশা রানী শীলের নাম বিধবা ভাতার তালিকায় দেয়া হয়। মঙ্গলবার সকালে তা মা ভাতার বই নিয়ে অগ্রণী ব্যাংকের বাটাজোর শাখা থেকে ভাতার পাঁচ হাজার টাকা উত্তোলন করেন। ইউপি সদস্য খোকন শিকদার তার মায়ের হাত থেকে ভাতার পাঁচ হাজার টাকা নিয়ে যায়। বিষয়টি ইউপি চেয়ারম্যান আবদুর রব হাওলাদারকে জানানো হলে রাতেই ইউপি সদস্য খোকন তাদের (পিজুস) বাড়িতে গিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। এ নিয়ে বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদে জরুরি বৈঠকে বসে ইউপি সদস্যর টাকা আত্মসাতের বিষয়ের সত্যতা পাওয়ায় চেয়ারম্যান আবদুর রব হাওলাদার অভিযুক্ত ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে ইউপি চেয়ারম্যান আবদুর রব হাওলাদার জানান, ইউপি সদস্য খোকন শিকদার এর আগেও একাধিক ভাতাভোগিদের টাকা আত্মসাৎ করেছে। সে সময় তাকে প্রাথমিকভাবে শ্বাসিয়ে আত্মসাতকৃত টাকা ফেরত দেয়ানো হয়। তিনি আরও জানান, বারবার একই অনৈতিক কাজ করায় ইউপি সদস্য খোকন শিকদার বুধবার দুপুরে সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে তার ওয়ার্ডের সকল দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়ে সংরক্ষিত নারী সদস্যকে দায়িত্ব দেয়া হয়েছে।