নওগাঁর পত্নীতলায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মেহেদী হাসান (৩২) নামে এক যুবক মারা গেছে। সে বদলগাছী উপজেলার সাগরপুর গ্রামের গফুর ওরফে ভোলার ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার শিহাড়া ইউনিয়নের লোদিপুর খাড়ির ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
নওগাঁর পুলিশ সুপার মান্নান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মেহেদী হাসান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে মাদক ও চোরাকারবারীর সাথে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। গভীর রাতে মাদক বেচাকেনার খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল লোদিপুর খাড়ির ব্রীজ এলাকায় যায়। এ সময় চোরাকারবারিরা পুলিশকে লক্ষ্যকরে গুলি চালালে পাল্টা গুলি চালায় পুলিশ। মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের সাথে পুলিশের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় মেহেদী হাসান। এ সময় অন্যরা পালিয়ে যায়। বন্ধুক যুদ্ধে তিন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদেরকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বন্ধুক যুদ্ধের পর ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ।