রাজশাহীর মোহনপুরে ব্যাংক থেকে প্রধান শিক্ষকের টাকা উত্তোলন করে উধাও হয়েছে পিয়ন। ঘটনার পরদিন প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বাদি হয়ে পিয়ন (নৈশপ্রহীর) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, অভিযোগের পর থেকে পিয়নকে খোঁজে বের করার জন্য চেষ্টা করা হচ্ছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম নিজস্ব একাউন্ড থেকে ৭০ হাজার টাকা উত্তোলন করার জন্য একটি চেকের পাতা স্বাক্ষর করে তার স্কুলের পিয়ন (নৈশপ্রহরী) মাজহারুল ইসলাম রঞ্জু (৩৮) গত ১৪ অক্টোবর সোনালী ব্যাংক মোহনপুর শাখায় পাঠান। তিনি ব্যাংক থেকে ৭০ হাজার টাকা উত্তোলন করে স্কুলে না গিয়ে উধাও হয়ে যান। পিয়ন মাজহারুল ইসলাম রঞ্জু উপজেলার হরিদাগাছি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। ব্যাংক থেকে টাকা উত্তোলনের সত্যতা নিশ্চিত মোহনপুর থানার এএস আই মুক্তার হোসেন।
কেশরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, ঘটনার দিন থেকে পিয়ন মাজহারুল ইসলাম রঞ্জু স্কুলে আসেননি। তার পরিবারের লোকজনকে জিজ্ঞাসা করা হলে সঠিক কোন তথ্য পাওয়া যাচ্ছেনা। পিয়ন মাজহারুল ইসলাম স্কুলে অনু:উপস্থিত থাকায় অন্য একজন পিয়ন দিয়ে স্কুলের কার্যক্রম ও রাতে বিদ্যালয় পাহাড়া দিতে হচ্ছে।