কুষ্টিয়ার ভেড়ামারায় প্রকাশ্যে দিবালোকে বিকাশের প্রায় ৪ লক্ষ টাকা ছিনতাই এর ঘটনায় সংশ্লিষ্ট ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে শহরের নওদাপাড়া এবং চাঁদগ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় ভেড়ামারায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিকাশ কোম্পানীতে কর্মরত স্বপন আলী ভেড়ামারার ৩ নং ব্রীজ এলাকার একটি দোকানে বিকাশের টাকা লেনদেন করতে ছিল। এ ঘটনা দূরে দাঁড়িয়ে প্রত্যক্ষ করছিল ওই এলাকারই কতিপয় ছিনতাইকারী। লেনদেন শেষে বিকাশ কর্মকর্তা মোটরসাইকেল যোগে যখন চন্ডিপুরের দিকে রওনা দেয়। বিকাশ কর্মকর্তা চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের আগেই ফাঁকা জায়গায় পৌঁছার সাথে সাথে পেছনে থাকা একটি মোটরসাইকেল দ্রুত গতিতে সামনে এসে তার গতি রোধ করে। এ সময় ওৎপেতে থাকা ছিনকাইকারীর আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে টাকার ব্যাগ টি ছিনিয়ে নেয়।
ছিনতাই এর শিকারর বিকাশ কর্মকর্তা স্বপন আলী জানিয়েছেন, পূর্ব পরিকল্পিত ভাবে আমার কাছে থাকা টাকা ছিনতাই করা হয়েছে। আমার গাড়ির গতি রোধ করা যুবকটি তাদের লোক। আমার সাথে পিছু নেওয়ার অভিনয় করে মুলত ছিনতাইকারীদের পালাতে সাহায্যে করেছে।
এ দিকে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে ভেড়ামারা থানা পুলিশের সহযোগিতায় চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাফিজ তপন ছিনতাই হওয়া ৭৫ হাজার টাকা ফেরত দেন। বাকি টাকা উদ্ধার এবং ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতারের লক্ষ্যে পুলিশ অভিযান শুরু করে। মঙ্গলবার রাতে ভেড়ামারা থানার কর্মকর্তা ইনচার্জ তদন্ত আবদুল আলীমের নির্দেশে এসআই রুবেল সঙ্গীয় র্ফোস সহ অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে চন্ডিপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে টিটু, একই এলাকার মৃতঃ ওয়াহেদ প্রমানিকের ছেলে রাজন ও চাঁদগ্রামের মৃতঃ আবদুল হান্নানের ছেলে আসাদকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে। ভেড়ামারা থানার কর্মকর্তা ইনচার্জ তদন্ত আবদুল আলীম জানিয়েছেন, বিকাশের টাকা ছিনতাই এর ঘটনায় ৩ জন কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। আজ্ঞাত আরো আসামীকে খুঁজছে পুলিশ। খুব দ্রুত সময়ে আসামীদের আদালতে সোর্পাদ করা হবে।