নওগাঁর সাপাহারে দিন ব্যাপী বরেন্দ্র অঞ্চলে পানি সম্পদের অবস্থা, প্রাপ্যতা ও করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আয়োজনে,ডাসকো পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সহযোগিতায় বুধবার উপজেলা হলরুমে
উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব এনামুল হক।
দিনব্যাপী কর্মশালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর চৌধুরী সারোয়ার জাহান এর মূল প্রবন্ধ উপস্থাপনায় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রশিদ,মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল হাই নিউটন,ডাসকোর আঞ্চলিক সমন্বয়কারী খাইরুল ইসলাম,প্রকল্প সমন্বয়কারী অপূর্ব কুমার, কমিউনিটি মুবিলাইজার মোশারফ হোসেন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।