নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামি ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।সম্মেলন সফল করতে উপজেলার ১২টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়ন থেকে ৩১ সদস্য বিশিষ্ট কাউন্সিলর এবং পৌরসভায় ৩১ সদস্য বিশিষ্ট কাউন্সিলর তালিকা জমা পড়েছে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়কের কাছে। সম্মেলনে সভাপতি প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি ও নোয়াগ্রাম ইউপির বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এ,কে,এম,ফয়জুল হক রোম। তিনি মুক্তিযোদ্বা পরিবারের যোগ্য উত্তরসূরী হিসাবে উপজেলায় ব্যাপক পরিচিত। স্থানীয় নেতারা বলেন, সুবিধাদী,অর্থ বিত্তশালী,ব্যবসায়ীরা দলের নেতৃত্ব দখল করে রেখেছে। যার ফলে দলের নিবেদিত প্রাণ,পরীক্ষিত এবং দুঃসময়ের নেতাকর্মীরা আস্তে আস্তে দলের মধ্যেই কোণঠাসা হয়ে পড়েছেন। এই অবস্থার অবসান ঘটানোর জন্য আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বিগত নির্বাচনের সময় তৃণমূলের ওপর জরিপ পরিচালনা করে নেতাদের তথ্য সংগ্রহ করেছিলেন, এখন সেই তথ্যর ভিত্তিতেই উপজেলা কমিটি গঠন হবে। সে কারণে তৃণমুলের সম্মেলন এবার অনেক গুরুত্বপূর্ন হয়ে উঠেছে। উল্লেখ্য, ২০১৪ সালের ১১ জানুয়ারি লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।