দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার মেয়রের বিরুদ্ধে সেই চার কাউন্সিলের দায়ের করা ১২টি অভিযোগের তদন্তের কাজ শুরু করেছে স্থানীয় সরকার চট্টগ্রাম। বাঁশখালী পৌরসভার মেয়রের কার্যালয়ে মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ওই তদন্তের শুনানিও হয়। তদন্তের বাকী কাজগুলো চলমান রয়েছে। ওই শুনানীর সময় অভিযোগকারী চার পৌর কাউন্সিলর উপস্থিত ছিলেন। তবে মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন। তিনি পৌর সদরের একটা প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানাগেছে।
অভিযোগকারী কাউন্সিলররা হচ্ছেন- পৌর সভার ৫ নম্বর ওয়ার্ডের নজরুল কবির সিকদার, ৬ নম্বর ওয়ার্ডের দিলীপ চক্রবর্তী, ৮ নম্বর ওয়ার্ডের বাবলা কুমার দাশ এবং ৯ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন। মেয়রের বিরুদ্ধে অভিযোগগুলো হচ্ছে- পৌরসভার চারটি দোকানের সেলামির ১২ লাখ টাকা, মিয়ার বাজারের ২০১৭-১৮ সালের ইজারার ১৩ লাখ টাকা, মিয়ার বাজারের ২০১৮-১৯ সালের ইজারার ১০ লাখ টাকা, গ্যাস প্রকল্পের ১০ লাখ টাকা, বিভিন্ন ওয়ার্ডে ভুয়া প্রকল্পের নামে ৫০ লাখ টাকা, বৈদ্যুতিক মালামাল ক্রয়ের নামে ১৮ লাখ টাকা, বিভিন্ন খাতে ভুয়া খরচ দেখিয়ে ৪৫ লাখ টাকা, পৌর এলাকায় বাস টার্মিনাল নির্মাণের নামে বিভিন্নভাবে সাত লাখ টাকা, পৌরসভার জায়গায় ভবন নির্মাণ করায় একটি বেসরকারি হাসপাতালের কাছ থেকে পাওয়া ১৫ লাখ টাকা ও ব্যাংকে লোনের চেক ইস্যু করে ১২ লাখ টাকা আত্মসাৎ।
এছাড়াও চুক্তিভিত্তিক ৬৮ জনের নিয়োগের মধ্যে ২-৩ লাখ টাকা ঘুষ নিয়ে ১৬ জনকে নিয়োগপত্র প্রদান এবং পৌরসভা পরিচালনার বিষয়ে আটটি অভিযোগ রয়েছে মেয়রের বিরুদ্ধে। অভিযোগের বিষয়ে যোগাযোগ করলে তদন্তকারী কর্মকর্তা স্থানীয় সরকার চট্টগ্রামের উপ-পরিচালক ইয়াসমিন পারভীন তিবরীজি গণমাধ্যম কর্মীদের বলেন, বাঁশখালী চার পৌর কাউন্সিলরের দায়ের করা ১২টি অভিযোগের সুষ্ঠু তদন্ত চলছে। সপ্তাহখানেক পর এই তদন্তের প্রতিবেদন জানানো হবে।