শিশু অধিকার বাস্তবায়ন ও শিশু বিবাহ প্রতিরোধ বিষয়ক এক এ্যাডভোকেসি এবং ওরিয়েন্টেশন বুধবার সকাল ১০ টায় বরগুনা সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ইউনিসেফ’র বাস্তবায়নাধীন লোকাল গভর্নেন্স ফর চিলড্রেন (এলজিসি) প্রোগ্রামের সহায়তায় ও সদর উপজেলা পরিষদের আয়োজনে এ্যাডভোকেসি এবং ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: শামিমা সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া তাহনিম। বক্তব্য রাখেন, বরগুনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাফর হোসেন, বরগুনা সদর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগ, নিজের বল্যবিয়ে নিজে ভাঙ্গা সদর উপজেলার বুড়িরচর উনিয়নের মেয়ে ফাতেমা আক্তার কাজল।
ওরিয়েন্টেশনে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিতসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।