জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট এলাকার জয়নগর গ্রামে পুকুরের পানিতে ডুবে বায়েজিদ হাওলাদার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে প¦ার্শবর্তী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। মৃত বায়েজিদ ওই গ্রামের রহমান হাওলাদারের পুত্র। এরআগে মঙ্গলবার বিকেলে খেলার ছলে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পরে যায় শিশু বায়েজিদ। অনেক খোঁজাখুজির পর বাড়ির লোকজনে বায়েজিদকে পুকুর থেকে উদ্ধার করে।