উন্নত পানি ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের কৃষকদের নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ইউনিয়নের হাতি বাড়ি মন্দির মাঠে জাতীয় পুরস্কার প্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু'র সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, কৃষি প্রকৌশলী খলিলুর রহমান, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আলী আজগর মোল্লা, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, ইউপি সদস্য হাসান আল মামুন, বিপ্লব বাবুল রায় প্রমুখ।