দিনাজপুরের নবাবগঞ্জে সেচ কাজে ব্যবহৃত শ্যালো মেমিনের বোরিং দিয়ে মেশিন ছাড়াই অনবরত পানি বের হচ্ছে। উপজেলার জাতীয় উদ্যানের ভিতরে আশুড়ার বিলের পাড়ে বসানো ওই সব বোরিং দিয়ে পানি বের হচ্ছে। জানা যায় বোরো মৌসুমে কৃষকেরা বিল এলাকায় বোরো ফসলে পানি সেচের জন্য শ্যালো মেশিন ব্যবহার করতে বোরিং গুলি করেছে। বর্তমান সময়ে ওইসব শ্যালো মেশিনের বোরিং দিয়ে অনবরত পানি বের হচ্ছে। হঠাৎ কেউ দেখলে মনে হবে যেন সাপ্লাইয়ের পানি বের হচ্ছে। সেখানকার সাইকেল গ্যারেজ মালিক আবু সাঈদ জানালেন কয়েকদিন পূর্বে টিউবওয়েল গুলিতেও এরকম ভাবে পানি বের হচ্ছিল। দেখলে মনে হতো যেন ঝর্ণার পানি পড়ছে। স্থানীয়রা বলছেন এটা নতুন কিছু নয়। বিল এলাকার বোরিংগুলোতে ভাদ্র মাস থেকে কার্তিক মাসের শেষের দিক পর্যন্ত এমনি ভাবে পানি বের হয়ে থাকে। বি এ ডি সি(সেচ) বিভাগের একজন কর্মকর্তা জানালেন পানির লেয়ার যখন উপরের দিকে উঠে আসে তখন এভাবেই পানি বের হতে থাকে। এতে দর্শনাথীর্রা জাতীয় উদ্যানে বেড়াতে এসে সব সৌন্দর্য্য উপভোগের পাশাপাশি পানি বের হওয়ার বিষয়টিও উপভোগ করছে।