দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সদর থেকে ভাদুরিয়া বাজার পর্যন্ত ১৩ কিঃ মিটার সড়কের প্রশস্তকরন ও সংস্কার কাজ শুরু হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি টাকা।দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের তদারকিতে ওই কাজ বাস্তবায়ন করছে ঠিকাদার প্রতিষ্ঠান গ্লোবাল হাইটেক ইঞ্জিনিয়ারিং লিঃ। এ তথ্য নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান। তিনি জানান সড়কটি বর্তমানে আছে ১২ ফুট প্রশস্ত। সড়কের উভয় পার্শ্বে ৩ ফুট করে বাড়িয়ে ১৮ ফুট প্রশস্ত করা সহ সংস্কােরর কাজ করা হচ্ছে। এক বছর সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করার কথা রয়েছে। সড়কটির কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থা সুগম হবে। এলাকাবাসী জানায় কাজটির তদারকির দিকে কর্তৃপক্ষের একটু নজরদারী করা বিশেষ প্রয়োজন ।