‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয়’ স্লোগানে নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বিআরটিএ নওগাঁ সার্কেল এর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগীতায় জেলা প্রশাসকের চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার নেতৃত্বদেন জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফারজানা হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হামিদুল হক, নওগাঁ বিআরটিএ’র ইঞ্জিনিয়ার এটিএম ময়নুল হকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদে গিয়ে শেষ হয় এবং সেখানে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।