শিক্ষাপ্রতিষ্ঠানে আবরার হত্যাকান্ডসহ দেশে বিভিন্নস্থানে অমানবিক হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন অব বাংলাদেশ রংপুর বিভাগীয় কমিটির নেতৃবৃন্দরা। গত রোববার রংপুর নগরীর একটি হোটেলে এক সভা অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান অ্যাড. সিরাজুল কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কমিটির মহাসচিব মোজাক্কের হোসেন মঞ্জু, অধ্যাপক হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন চাঁদ, মু্িক্তযোদ্ধা আবদুস সাত্তার, সোলায়মান খান সাবু, সাংবাদিক জাভেদ ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দরা। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তারা বলেন, বর্তমান দেশে অন্যায়, দূর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের জন্য ধন্যবাদ জানাই। সেই সাথে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার জন্য অসন্তোষ প্রকাশসহ অবিলম্বে দোষীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবী জানান।