ময়লা আবর্জনা ঢেকে রাখা, দূর্গন্ধ রোধ এবং আধুনিক পদ্ধতিতে ময়লা আবর্জনা রিজার্ভ ও অপসারণের লক্ষে নির্মিত নগরীর মেডিকেল মোড় এলাকায় বৃহৎ ডাষ্টবিন এর উদ্বোধন করা হয়েছে। গতকাল ৮ লাখ ৭৬ হাজার টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ডাষ্টবিনের উদ্বোধন করেন প্যানেল মেয়র ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু ও সংশ্লিষ্ট ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান। উদ্বোধনকালে ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান জানান, দীর্ঘদিন থেকে ধাপ এলাকার সকল আবর্জনা সড়কের পাশে যত্রছত্রভাবে ফেলা হতো এবং জমা করা হতো, ফলে দীর্ঘক্ষন ময়লা আবর্জনা উম্মুক্ত থাকায় প্রচন্ড গন্ধ ছড়াতো সেই সাথে রোগ জীবানু ছড়াতো। অত্র এলাকার ময়লা আবর্জনা এখানে ও অপসারনের জন্য আধুনিকভাবে এই ডাস্টবিন তৈরী করা হয়েছে। এই ডাস্টবিনের ফলে ময়লা আবর্জনা যেমন দূর্গন্ধ ছড়াবো না, তেমনি জীবানু ছড়াবে না। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিছন্ন কর্মকর্তা মিজানুর রহমান মিজুসহ অন্যান্য কর্মকর্তা।