রংপুরে একদিনের ফ্রি ডেন্টাল ক্যাম্প থেকে দন্ত চিকিৎসা সেবা পেয়েছেন সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী। মঙ্গলবার (২২ অক্টোবর) নগরীর শিশু নিকেতন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই সেবা ক্যাম্পের আয়োজন করে ইউনাইটেড ডেন্টিস্ট্রি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায় ফ্রি ডেন্টাল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ডা. সামিউল ইসলাম অংকনের পরিচালনায় ক্যাম্পে সেবা প্রদান করেন ইউনাইটেড ডেন্টিস্ট্রি এর সদস্য ডা. মুরাদুল বাশার, ডা. সিয়াম বিন সোলাইমান, ডা. রাহিক হাসান, ডা. আল-আমিন ও ডা. যুবায়ের আলম।
রংপুর শিশু নিকেতন উচ্চবিদ্যালয়ের ৩৫০ জন ছাত্রছাত্রীকে বিনামূলে দন্ত সেবা প্রদান করা হয়। সকাল দশটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ইউনাইটেড ডেন্টিস্ট্রি ভবিষ্যতে রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবসতিপূর্ণ এলাকাতে তাদের সেবামূলক এধরণের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান সংগঠনের গ্রুপ পরিচালক ডা. সামিউল ইসলাম অংকন।