রংপুর মহানগরীতে বিশ্ববিখ্যাত টাটা গাড়ির চ্যানেল পার্টনারস শো-রুম মেসার্স আব্দুল্লাহ্ এন্টারপ্রাইজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে নগরীর টার্মিনাল রোড গনেশপুরে মেসার্স আব্দুল্লাহ্ এন্টারপ্রাইজে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি আয়োজনের শুরুতে ফিতা কেটে চ্যানেল পার্টনারস শো-রুম মেসার্স আব্দুল্লাহ্ এন্টারপ্রাইজের উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি অতিথি ছিলেন, টাটা মরটস লিমিটেডের কান্ট্রি ম্যানেজার মাধু প্রকাশ সিং, নিটল মটরস লিমিটেডের সিইও মোহাম্মদ তানবীর শহিদ, রংপুর বিভাগ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম অঅজিজুল ইসলাম রাজু, আইসিভি’র প্রডাক্ট প্রেসিডেন্ট মো. এনায়েত হোসেন, এলসিভির প্রডাক্ট প্রেসিডেন্ট বি,এম মুরাদ হোসেন, নর্থ বেঙ্গল-১ এরিয়া প্রেসিডেন্ট মো. আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানে মেসার্স আব্দুল্লাহ্ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী নাহিদুজ্জামান নিশাদ সভাপতিত্ব করেন।
বক্তারা বলেন, বাংলাদেশে বাণিজ্যিক গাড়ির জগতে বিশ্বস্ততার প্রতীক টিল মটরস লিমিটেড এখন সারাদেশে সুনামের কাজে ব্যবসা ও সেবা দিয়ে যাচ্ছে। বর্তমানে দেশব্যাপী ৬৭টির অধিক সার্ভিস সেন্টার এবং ৬০০ এর অধিক স্পেয়ার পাটর্স আউটলেট রয়েছে।
এদিকে নিটল মটরস লিমিটেডের মিডিয়া কমিউনিকেশন নিয়াজ আহমেদ জানান, বিশ্বখ্যাত ব্রান্ড টাটা গাড়ির চ্যানেল পার্টনারস শো-রুম উদ্বোধন উপলক্ষে মেসার্স আব্দুল্লাহ্ এন্টারপ্রাইজে তিন দিনব্যাপী বিশেষ মেলা ছাড়াও রয়েছে বুকিং দিলেই বিশেষ ছাড় সুবিধা।