‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলার শ্যামগঞ্জে বাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের উদ্যোগে র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নাজমুল ইসলামের নেতৃত্বে সড়ক দুর্ঘটনা রোধে সচতনতা মূলক বিভিন্ন প্লেকার্ড সম্বলিত একটি র্যালি বের করা হয়। র্যালিটি শ্যামগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের শ্যামগঞ্জ মধ্য বাজারে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। র্যালিতে এলাকার সুধীজন ও বিভিন্ন যানবাহনের চালকরা উপস্থিত ছিলেন।