মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে ফেসবুকে কটূক্তির প্রতিবাদে নেত্রকোণার পূর্বধলায় বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। আল্লাহর রাসূলের নামে কুরুচিপূর্ণ মন্তব্য ও মুসল্লীদের উপরে নির্বিচারে গুলি চালানো ও নির্যাতনের প্রতিবাদে পূর্বধলা সর্বস্তরের তৌহিদী জনতা নামে একটি সংগঠনের ব্যানারে মঙ্গলবার দুপুরে দিকে পূর্বধলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি স্টেশন বাজার জামে মসজিদের ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা কটুক্তিকারি যুবক বোরহানউদ্দিন উপজেলার বিপ্লব চন্দ শুভ ফাঁসি দাবি করেন।
সমাবেশে পূর্বধলার বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ অংশ নেয়। যাদের মধ্যে ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও ইসলামি আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন ইসলামি সংগঠনের নেতাকর্মী। সকাল ১০টা থেকে বিভিন্ন এলাকার বিক্ষুব্ধ মানুষ প্রতিবাদ মিছিল নিয়ে সমাবেশস্থলে সমবেত হয়।
এ সময় মাও মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুফতি ওয়ালিউল্লাহ, মুফতি নোমান সিরাজী, মওলানা আবু তাহের, মওলানা মজিবুর রহমান পীর সাবেব, মওলানা আমিনুল হক লিমন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে অংশগ্রহনকারি মওলানা আমিনুল হক লিমন জানান, ভোলা জেলার বোরহানউদ্দিন এলাকার বিপ্লব চন্দ শুভ নামে এক যুবক তার ফেসবুকের পোস্টে মহানবীকে নিয়ে নানা কটূক্তি করেছে এবং ভোলায় জনতার বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত ও ১০ পুলিশসহ প্রায় দেড় শতাধিক আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন ৯ জন। যার প্রতিবাদে তারা এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।