বাগেরহাটে মটর সাইকেলের ধাক্কায় রব শেখ (৫০) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১টায় সাইনবোর্ড-বগী সড়কের শ্রীরামপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রব শেখ বিছট এলাকার হামেদ শেখের ছেলে।
স্থানীয় প্রতক্ষদর্শীরা জানান, সাইনবোর্ড থেকে একটি মটর সাইকেল মোরেলগঞ্জের দিকে যাচ্ছিল। শ্রীরামপুর নামকস্থানে পৌছে একই দিকে যাওয়া একটি ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক রব শেখ গুরুত্বর আহত হয়। আহত রব শেখকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক হেমায়েত উদ্দিনের কাছে নেওয়া হলে তিনি রব শেখকে মৃত ঘোষনা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, দূর্ঘটনায় একজন নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।